খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

বিপাকে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ

৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ০৯ জুলাই ২০২৫


খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।
এদিকে টানা বৃষ্টিতে মঙ্গলবার ভোরে ধসে পড়েছে খুলনা সদর সাব-রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ। এতে বৃষ্টির পানিতে রেকর্ড রুমে থাকা শতাধিক বই পানিতে ভিজে গেছে।
এর আগে গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। টানা বৃষ্টিতে নগরীর রয়েলের মোড়, টুটপাড়া, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোড, বয়রা, মুজগুন্নি মহাসড়ক, মুজগুন্নি আবাসিক এলাকা, সোনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রোড, খালিশপুর, দৌলতপুর, কুয়েট রোড, ফুলবাড়িগেটসহ নগরীর বিভিন্ন রাস্তা-ঘাটে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীসহ সাধারণ মানুষ। যানবাহন চলাচলেও চালকরা পড়েছেন দুর্ভোগে। নগরীর ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক বলেন, নগরীর রয়েল মোড়, টুটপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। সড়কে তেমন যাত্রী নেই। যাত্রী পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে আয়ও কমেছে। যাত্রী না আসায় দিনশেষে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে।
নগরীর শিববাড়ি গোবরচাকা এলাকার রিকশা চালক রনি বলেন, আমরা খেটে খাই। আমাদের রোদ-বৃষ্টিতে কিছু হয় না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যখন অনেক বৃষ্টি হয় তখন ছাতায়ও মানে না। কাজ ছাড়া মানুষ তেমন বের হয় না। যে দুই-চার জন বের হয়, বৃষ্টিতে ভিজে তাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়ে ১০ টাকা বেশি চাই। কেউ দেয়, কেউ দেয় না। জ্বর হলে ওষুধ খাই, পরের দিন সকালে আবার রিকশা নিয়ে কাজে যায়। এই ভাবে দিন চলে যাচ্ছে।  
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারী বর্ষণ হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ৩৬ ঘণ্টায় খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৭০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
অপর দিকে তথ্য বিবরণীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে উলে­খ করে বলা হয়েছে, মঙ্গলবার খুলনায় ৯০ মিলিমিটার এবং ৪ জুলাই একদিনে একশ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
গত কয়েক দিনের ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের ফলে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোডসহ বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে নগরীতে চলাচলকারী কর্মজীবী মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণকে ভোগান্তিতে পড়তে দেখা যায়। 

্রিন্ট

আরও সংবদ