খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

৩ পদে ৯ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বী, ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৭ জুলাই

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৫৫ এ.এম | ০৯ জুলাই ২০২৫


শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিশ বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে তার সকল কার্যক্রম সম্পন্ন করেছে। 
ইউনিয়নের মোট ৭টি পদের মধ্যে ইতোমধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৩টি পদে সরাসরি গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে  নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে ৭ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সভাপতি পদে শামিম হোসেন প্রতীক পেয়েছেন চেয়ার, ফিরোজ মোড়লের প্রতীক বাঘ ও হোসাইন উদ্দিন ফয়সালের প্রতীক হরিণ, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম পেয়েছে সিংহ প্রতীক, মোঃ ইসমাইল মোড়ল পেয়েছে দোয়াত প্রতীক, সাকিব শেখের প্রতীক কলম এবং কোষাধ্যক্ষ পদে মোঃ শামসুর রহমানের প্রতীক টুপি, মোঃ রাব্বি হোসেন পেয়েছে আনারস ও রকিবুল ইসলাম লড়ছে বই প্রতীক নিয়ে। 
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলো সহ-সভাপতি পদে মোঃ রাসেল গাজী, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিয়াজুল হাওলাদার, প্রচার সম্পাদক পদে শেখ রাজা রহমান। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯৪ জন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।  

্রিন্ট

আরও সংবদ