খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

খুবিতে একাডেমিক ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিনে শপথ নিলেন নবীন শিক্ষার্থীরা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ০৯ জুলাই ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘উইক অব ওয়েলকাম’ শীর্ষক ৫ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, গুচ্ছ থেকে বের হয়ে এসেছে এ বছর স্বতন্ত্র পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা এখানে ভর্তি হয়েছে। আগামী ৪ বছর তোমাদের নিজেদের গড়ার সময়। মনে রাখতে হবে, শিক্ষাজীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়। এই সময়টা যদি সঠিক কাজে ব্যবহার করা না যায়, তবে তার খেসারত সারাজীবনেও শোধ করা যাবে না।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে বেশকিছু স্বকীয়তা ধরে রেখেছে। যার মধ্যে অন্যতম ছাত্ররাজনীতিমুক্ত ও একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণের ফলে সেশনজটবিহীন পরিবেশে পড়ালেখার সুযোগ। এখন থেকে তোমরাও এই পরিবারের অংশ। এই সুনাম ধরে রাখা তোমাদের দায়িত্ব। 
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুসারে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র‌্যাগিং ও মাদককে না বলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই অনুষ্ঠানে নতুন ভাবে মুদ্রিত স্টুডেন্ট হ্যান্ডবুক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
ওরিয়েন্টেশনে গেস্ট অব অনার হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তৃতা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল-আউয়াল। 
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) শেখ মাহমুদুল হাসান। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।  
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এতে তিনি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট’, ‘কমিটমেন্ট’, ‘পারসোনাল এন্ড একাডেমিক গোলস’, ‘বিল্ডিং সোশ্যাল কানেকশন’, ‘টাইম ম্যানেজমেন্ট’ এবং ‘ফিন্যান্সিয়াল সাপোর্টস’ বিষয়ে আলোকপাত করেন।
এ ছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এস এম তৌহিদুর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা এবং বিজয়’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগ্রোটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং আইন ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ