খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

যৌথবাহিনীর অভিযানে পাইকগাছায় অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার ৩

পাইকগাছা প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ০৯ জুলাই ২০২৫


পাইকগাছায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। সোমবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস (৫০) রসময় বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাস (২২) ও নির্মল বিশ্বাসের ছেলে দেবব্রত বিশ্বাস (২০)। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মটবাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মটবাটি গ্রামের নির্মল বিশ্বাসের কাঠের ঘরে রক্ষিত অবস্থায় দেশীয়  তৈরি একটি পাইপগান, ৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত ৩ জনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ