খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

ফেনীর বন্যা পরিস্থিতি স্থিতিশীল, উন্নতির সম্ভাবনা

খবর প্রতিবেদন |
০৪:১৯ পি.এম | ০৯ জুলাই ২০২৫


ফেনীর মুহুরি ও সেলোনিয়া নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (৯ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, গত ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতি-ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে এবং উক্ত অববাহিকায় আগামী এক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফেনী জেলার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে, যা পরবর্তী সময়ে হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। এই অববাহিকায় আগামী ২৪ ঘণ্টা ভারী ও পরবর্তী দুই দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামের হালদা নদীতে বিপদের আভাস
আগামী ২৪ ঘণ্টায় হালদা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে মাতামুহুরি নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ১ দিন গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং পরবর্তী ২ দিন সকল নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।

সিলেট অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি
সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি স্তর বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। যদিও পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে। তবে এই অঞ্চলে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত বন্যা পরিস্থিতিকে নতুন করে প্রভাবিত করতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় ধীর পরিবর্তন
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং আগামী দুই দিন কিছুটা বৃদ্ধি পেলেও তা স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পরবর্তী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এসব নদীর পানিও বিপৎসীমার নিচেই রয়েছে।

সুরমা-কুশিয়ারা নদী আপাতত নিরাপদ
সিলেট অঞ্চলের সুরমা নদীর পানি কমছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। উভয় নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ৩ দিন পর্যন্ত এই পরিস্থিতি অবস্থান করবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বন্যা আশঙ্কাপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যারা নদী ও নিচু এলাকায় বাস করছেন, তাদের প্রতি সতর্কতা অবলম্বন ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ