খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

নগরীতে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচি কেসিসি’র

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ১০ জুলাই ২০২৫


খুলনা মহানগরীতে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে সভা বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ, আহত এবং চিকিৎসাধীন সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 
সভায় মাসব্যাপী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানকে দায়িত্ব প্রদান; নগরীর শহিদ হাদিস পার্ক, রূপসা চৌরাস্তা মোড় সাত রাস্তার মোড়, শিববাড়ি মোড়, গল­ামারী মোড়, জোড়াগেট, খালিশপুর নতুন রাস্তা মোড় ও ফুলবাড়ি গেট সজ্জিতকরণ এবং ১ থেকে ৭ আগস্ট সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিসপ্লে বোর্ডে জুলাই অভ্যুত্থানের তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শনের জন্য প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদকে আহবায়ক করে কমিটি গঠন, স্ব-স্ব বিভাগ/শাখা প্রধানদের তত্ত¡াবধানে সপ্তাহব্যাপী (১ থেকে ৭ আগস্ট) ৩১টি ওয়ার্ড অফিসে জন্ম-মৃত্যু নিবন্ধন এবং নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও জিয়া হল চত্বরে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবার উপর সেবা সপ্তাহ পালন, জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ১৬ জুলাই র‌্যালি ও আলোচনা সভার আয়োজনের লক্ষ্যে সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিমকে আহবায়ক করে ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন; রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং এবং শহিদ সাকিব রায়হানের পরিবারসহ ৫টি শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানকে আহবায়ক করে কমিটি গঠন, ৫ আগস্ট কেসিসি একাদশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান হাফিজকে আহবায়ক করে কমিটি গঠন এবং ১ থেকে ৭ আগস্ট কেসিসি’র শিশুপার্কসমূহ শিশুদের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়।  
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোঃ আনাছ, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-খুলনার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন ভ‚ঁইয়াসহ কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ