খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

শ্রমিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা বকুল

জীবিকার উপযোগী ও সম্মানজনক জীবনযাত্রায় ন্যূনতম মজুরি কাঠামো নিশ্চিত করা হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১০ জুলাই ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখায় শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকার দিয়েছে। দলটি অঙ্গীকার করেছে, শিল্প শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, চা-শ্রমিক, রিকশাচালক, দিনমজুর ও গৃহকর্মীদের মৌলিক অধিকার, মর্যাদা ও জীবনমান রক্ষায় উপযুক্ত আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জীবিকার উপযোগী ও সম্মানজনক জীবনযাত্রার জন্য ন্যূনতম মজুরি কাঠামো নিশ্চিত করা হবে। শ্রমিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। 
মঙ্গলবার রাতে বেইলি ট্যাংক সিএনজি, থ্রি হুইলার শ্রমিক দল ও রিকশা-ভ্যান শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, জাতীয় শ্রমিক কল্যাণ তহবিল গঠন করে দুর্ঘটনাজনিত কারণে আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়া হবে। বিএনপি মনে করে, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অপরিহার্য। বিএনপির ৩১ দফা রূপরেখায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, সংগঠন ও মর্যাদা নিয়ে একটি সুসংগঠিত ও মানবিক প্রতিশ্রæতি রয়েছে, যা বাস্তবায়ন হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের পথ সুগম হবে।
২৬নং দফায় ‘ফ্যামিলি কার্ড প্রবর্তন’ করার কথা বলা হয়েছে, যা দেশের প্রতিটি পরিবারকে খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়তা করবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের মা অথবা গৃহিণীকে একটি পরিচয়পত্র প্রদান করা হবে, যা তাদের খাদ্যসামগ্রীর কিছু অংশ বিনামূল্যে সরবরাহ করবে। প্রাথমিক ভাবে এই প্রকল্পের আওতায় আসবে গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারগুলো, তবে পরবর্তীতে এটি শহর, থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে স¤প্রসারিত হবে।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল বলেন, ৩১ দফার ২৫নং দফায় ‘বিনা চিকিৎসায় মৃত্যু নয়’-এই নীতি দেশের মানুষের মৌলিক মানবাধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেউ যেন শুধু অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মারা না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। দেশের সকল অঞ্চলে চিকিৎসা সেবা সহজলভ্য করতে স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল ও ক্লিনিক গড়ে তোলা হবে, যাতে প্রত্যেক নাগরিক দ্রুত এবং কার্যকর চিকিৎসা পায়। এর মাধ্যমে সেবার অভাবের কারণে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না, এমন একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এতে শ্রমিক, কৃষক, দিনমজুর ও গরীব মানুষ চিকিৎসা সেবার সুবিধা পাবে এবং তারা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হতে সক্ষম হবে। এসময় শ্রমিকরা বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

্রিন্ট

আরও সংবদ