খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

প্রয়াত শ্রমিক পরিবারে অর্থ প্রদানকালে নগর বিএনপি’র দুই নেতা

পরিবহন সেক্টরে আর চাঁদাবাজি এবং টার্মিনাল দখলের লড়াই দেখতে চাই না

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ১০ জুলাই ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, জুলাই-অগাস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক সংগ্রামী ইতিহাস রচিত হয়েছে। উচ্চারিত হচ্ছে নতুন স্বাধীনতা শব্দটি। ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সবাইকেই কাজ করতে হবে। মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভিতর এমন ধারণা সৃষ্টি হয়েছে যে, পরিবহন সেক্টর থেকে প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করছে। এ তকমা থেকে বের হয়ে আসতে হবে।
গতকাল বুধবার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১১৪) আয়োজিত বিশেষ সাধারণ সভা এবং প্রয়াত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সকলকে শক্ত পদক্ষেপ নিতে হবে। 
প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি’র ৩১ দফায় শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্র“তি রয়েছে। শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটিই সম্ভব নয়। যারা এ দেশের শিল্পকারখানা, অবকাঠামো, পরিবহণ খাতকে সচল রাখেন, তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব নয়। বিএনপি প্রণীত ৩১ দফা হলো গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের সনদ। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রকে মুক্ত করতে এই দফাগুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার পরিবহন জগতেও একনায়কতন্ত্র গড়ে তুলেছিল। তাদের আস্থাভাজন ছাড়া কেউ কোনো রোড পায়নি। পেলেও দিতে হয়েছে মোটা অংকের অর্থ। যার কারণে সাধারণ পরিবহন ব্যবসায়ীরাও এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশ এখন বৈষম্যমুক্ত। আমরা পরিবহন সেক্টরেও আর বৈষম্য দেখতে চাই না, চাঁদাবাজি এবং টার্মিনাল দখলের লড়াই দেখতে চাই না।
মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিএনপি নেতা হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বদরুল আণাম খান, জাকির ইকবাল বাপ্পি, কাজী মহিদুল ইসলাম প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ