খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

১৫ বছরে সবচেয়ে কম পাসের হার

খবর প্রতিবেদন |
০৩:৪৭ পি.এম | ১০ জুলাই ২০২৫


এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। এবার পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সব বোর্ড মিলিয়ে গড়ে পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে।  আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাশ করেন। গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। তবে এ বছর ১৯ লাখ ৪ হাজার ০৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পাশ করেছেন। পাশের হার কমেছে প্রত্যেক বোর্ডেই।  

এ বছর ঢাকা বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, গতবছর যা ছিল ৮৯ দশমিক ৩২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গতবছর ৮২ দশমিক ৮০ শতাংশ ছিল।  

রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩, যা গতবছর ৮৯ দশমিক ২৫ শতাংশ ছিল। কুমিল্লা বোর্ডে গতবছর পাশের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে  ৬৩ দশমিক ৬০ শতাংশে। গতবছর ৯২ দশমিক ৩৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম ছিল যশোর বোর্ড, এবার তা কমে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশে।  

দিনাজপুর বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ০৩, গতবছর তা ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২, যা গতবার ৮৪ দশমিক ৯৭ শতাংশ। এবার মাদরাসা বোর্ডে পাশের হার ৬৮ দশমিক ০৯,  যা গতবার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।  

কারিগরি বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ, যা গতবার ৮১ দশমিক ৩৮ শতাংশ।  

বরিশাল বোর্ডে পাশের হার ৫৬ দশমিক ৩৮, যা গতবার ৮৯ দশমিক ১৩ শতাংশ ছিল। সিলেট বোর্ডে এবারের পাশের হার ৬৮ দশমিক ৫৭, যা গতবার ৭৩ দশমিক ৩৫ ছিল।  

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

আওয়ামী লীগ সরকার টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পরীক্ষার ফলাফল ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশ করার অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার সেই পথে হাঁটেনি।

২০১০ সালের পর ২০২১ সালে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করে। এই সময়ের মধ্যে ২০১৮ সালে পাসের হার ছিল সবচেয়ে কম, ৭৭ দশমিক ৮ শতাংশ। তবে সেটাও ছিল এবারের চেয়ে কম।

্রিন্ট

আরও সংবদ