খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

খুবিতে এডভান্সড বিজনেস অ্যানালিটিক্স প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১১ জুলাই ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ‘এডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যানালিটিক্স’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুুষ্ঠান গত ৯ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
তিনি বলেন, তথ্য ও পরিসংখ্যানের বিশ্লেষণ ছাড়া আজকের জ্ঞানভিত্তিক বিশ্বে কোনো সিদ্ধান্তই কার্যকর হতে পারে না। উন্নয়ন পরিকল্পনা, ব্যবসা পরিচালনা, এমনকি নীতিনির্ধারণেও ডেটা অ্যানালিটিক্স এখন অনিবার্য অংশ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয়।
অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম। সভাপতিত্ব করেন প্রকল্পের ফোকাল পারসন ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ খসরুল আলম। শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এটিএম জহিরুদ্দিন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভ‚তি প্রকাশ করেন কেএইচ ফাহিম হোসেন, গিয়াস উদ্দিন এবং প্রিয়াঙ্কা হুই চৌধুরী। 
উলে­খ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যানালিটিক্স’ কর্মসূচিটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং ইডিজিই প্রকল্পের সহায়তায় বাস্তবায়িত হয়। এতে বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করে বিজনেস অ্যানালিটিক্সে বিশেষ দক্ষতা অর্জন করেন।
 

্রিন্ট

আরও সংবদ