খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

কয়রা প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১১ জুলাই ২০২৫


সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ শিবসা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ২ বোতল কীটনাশক, ১টি নৌকা, অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়েছে। 
জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে শিবসা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়বাওন খাল এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের শমসের গাজীর পুত্র আঃ সামাদ গাজী (৩৫)। তবে অভিযানকালে তার সাথে থাকা অপর ২ জেলে লাফ দিয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। 
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ