খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

কাস্টমসে চাকুরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২০ এ.এম | ১১ জুলাই ২০২৫


কাস্টমসে চাকুরি দেয়ার নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তুজিবর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের শহীদ নূর মোহাম্মদ সড়কের মৃত আব্দুল গফ্ফারের ছেলে আবুল বাশার বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। আসামি তুজিবর রহমান মাগুরা মোহাম্মদপুর উপজেলার মৌলভী জোঁকা গ্রামের মৃত নজির মোল্যার ছেলে। 
মামলার অভিযোগে জানা গেছে, আবুল বাশারের আত্মীয়তার সূত্রে আসামি তুজিবর রহমানের সাথে পরিচয়। তুজিবর মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের দায়েদি বলে নিজেকে পরিচয় দিয়ে কাস্টমসে উচ্চমান সহকারী পদে চাকরি দেয়ার প্রস্তাব দেয়। চাকুরি নিতে আবুল বাশারের চুক্তি হয় ১০ লাখ টাকায়। ২০১৬ সালের ১৩ জুন আসামির ব্যাংক হিসাবে ৬ লাখ ও ২৫ জুন নগদ ১ লাখ টাকা দেয়া হয়। বাকি ৩ লাখ টাকা নিয়োগপত্র হাতে পেয়ে পরিশোধের কথা ছিল। ধার্য ২ মাস অতিবাহিত হওয়ার পর আসামি চাকরি দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকে। চলতি বছরের ৬ জুলাই আত্মীয়দের ডেকে আসামির কাছে পাওনা ৭ লাখ টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

্রিন্ট

আরও সংবদ