খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনা পালিয়ে গেলেও আমরা এখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি : অমিত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৩ এ.এম | ১১ জুলাই ২০২৫


বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নেতা। তারেক রহমান সমগ্র বাংলাদেশের মানুষকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন বলেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ছিলো। বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমীতে যশোর সদর উপজেলা বিএনপি’র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন। 
সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অমিত আরো বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যায়িত করেছিলেন তারেক রহমান। তার আহŸানে ৪৪টি দল যুগপৎ আন্দোলনে নেমেছিল। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে পতন ঘটাতে হলে গণঅভ্যুত্থান লাগবে। জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান দেখিয়ে দিয়েছে তারেক রহমান কত দূরদৃষ্টি সম্পন্ন নেতা। 
তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আমরা এখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনে যেতে তারেক রহমানকে সরকার-পরিচালনার দায়িত্ব দিতে হবে। আর এই কাজটি সম্পন্ন করতেই সারাদেশে সদস্য সংগ্রহ ও নবায়ন অব্যাহত রাখতে হবে। 
অমিত বলেন, দেশ যতবার সংকটে করেছে ততবার জিয়া পরিবারের সংকটে পড়েছে। সংকট থেকে উত্তরণের পথ একমাত্র তৃণমূলই দেখিয়েছে। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি, গৃহবধূ খালেদা জিয়াকে দেশনেত্রী বানিয়েছে। এই তৃণমূলই তারেক রহমানকে আগামী দিনের সরকার প্রধান বানাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ আনজারুল হক খোকন। 
অনুষ্ঠানে অতিথিরা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের হাতে বিএনপি’র সদস্য ফরম তুলে দেন।

্রিন্ট

আরও সংবদ