খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

যশোরে আয়োজিত মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার আজাদ

অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে টিসিবির ৭৪ হাজার কার্ড বাতিল হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৪ এ.এম | ১১ জুলাই ২০২৫


ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেছেন, অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে ইতিমধ্যে টিসিবির ৭৪ হাজার কার্ড বাতিল করা হয়েছে। বাকিগুলো সঠিক আছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, টিসিবির ডিলারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া।
ব্রিগেডিয়ার জেনারেল আজাদ বৃহস্পতিবার দুপুরে যশোর কালেক্টরেটের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল,চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহŸায়ক রাশেদ খান প্রমুখ।
আলোচকরা টিসিবির কার্ড বিতরণ ও ডিলার নিয়োগের ক্ষেত্রে বিগত সময়ে ভয়াবহ দুর্নীতি-অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন। বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে দুর্নীতিবাজ ডিলার ও অসত্য তথ্য দেওয়া উপকারভোগীদের বাতিল করে তদস্থলে নতুন ডিলার নিয়োগ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো উচিত। বর্তমান নির্দলীয় সরকারের মাধ্যমে এই কাজটি করা হলে যোগ্যরাই উপকৃত হবেন।
টিসিবি চেয়ারম্যান আলোচকদের নানা পরামর্শ শোনেন এবং সেই অনুযায়ী সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু আমরা এখনও অর্থনৈতিকভাবে সেই পর্যায়ে যাইনি। তাই টিসিবির কাজ যতটুকু বিরাজমান তা দুর্নীতি-অনিয়মমুক্ত করাই এখনকার কর্তব্য। আপনারা সহযোগিতা করলে নিশ্চয় এই কাজে সফল হওয়া যাবে।’
সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারীরা উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ