খুলনা | সোমবার | ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

খুলনায় এবারও দাখিলে শীর্ষে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা

আল মাহমুদ প্রিন্স |
০১:৪১ এ.এম | ১১ জুলাই ২০২৫


এ বছরও দাখিল পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থানে রয়েছে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা। খুলনা জেলায় চৌদ্দটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দাখিল পরীক্ষায় ফলাফলে অত্র প্রতিষ্ঠান থেকে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ এবং জিপিএ-৫ পেয়েও শীর্ষ অবস্থানে রয়েছে। উলে­খ্য, গেল বছর এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১৯ জন অংশ নিয়ে পাস করেছিলো শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছিলো ৮৯ জন। 
প্রাপ্ত তথ্যমতে, খুলনায় এ বছরও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা থেকে দাখিলে ১০৬ জন অংশ নিয়ে পাস করেছে শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। খুলনা কামিল মাদ্রাসা থেকে ৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৬ জন। তালিমুল মিল­াত (রহঃ) ফাজিল মাদ্রাসা থেকে ৭৬ পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসা থেকে দাখিলে ৭৪ জন অংশ নিয়ে পাস করেছে ৬৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। মীরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। মোহাম্মদ নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় ৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। আল ফারুক সোসাইটি দাখিল মাদ্রাসা থেকে ২৫ জন অংশ নিয়ে পাস করেছে ১৯ জন। খান-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৭৮ জন এ পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। রনজিতের হুলা তারিকুসসুন্নাত দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ জন। খারাবাদ মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৩৮ জন দাখিলে অংশ নিয়ে পাস করেছে ২৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিশ^ ইসলাম মিশন দাখিলা মাদ্রাসা থেকে ৫৩ জন দাখিলে অংশ নিয়ে পাস করেছে ৪৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। নগরীর দক্ষিণ টুটপাড়া আহমাদিয়া দাখিল মাদ্রাসা থেকে ১০ জন অংশ নিয়ে পাস করেছে ৩ জন। হাজী আব্দুল মালেক সালেহিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা থেকে ২৬ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০ জন। 
দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মাদ ইদ্রিস আলী বলেন, ‘আলহামদু লিল্লাহ। গত বছরের ন্যায় এবারও দাখিলে পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ (এ-প্লাস) পেয়েও শীর্ষ অবস্থানে রয়েছে। উজ্জ্বল এ সাফল্যের জন্য তিনি মাদ্রাসা ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা করেছেন।’ 

্রিন্ট

আরও সংবদ