খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

পাইকগাছা পৌরসভায় তিনটি ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে মন্টু

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই উপক‚লীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে ইনশাআল্লাহ

পাইকগাছ প্রতিনিধি |
০২:০৮ এ.এম | ১১ জুলাই ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট শোষণ মুক্ত হয়েছে। কিন্তু গণতন্ত্রের স্বাদ এখনো পায়নি জনগণ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বাংলাদেশ নিয়ে চলমান আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা ও নানামুখী সংকট-সমস্যা সমাধানে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে ওয়ার্ড পর্যায় থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চলছে। একই ভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগনের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপি নেতা-কর্মীদের পবিত্র দায়িত্ব। আর একটি কথা, বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই উপক‚লীয় জনগোষ্ঠী নিরাপদ টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে ইনশাআল­াহ্।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মনিরুজ্জামান মন্টু আরও বলেন, বিএনপি’র দীর্ঘ আন্দোলন এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও শেখ হাসিনা বিদেশে বসে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করে তুলতে নানান অপপ্রচারে ব্যস্ত আওয়ামী দোসররা। আওয়ামী লীগের দেশীয় দোসররাও এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের কোন বিকল্প নেই। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তৃণমূলই বিএনপি’র মূল শক্তি। ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপি’র ক্ষতি করতে পারেনি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। আগামীতেও এই ঐক্য অটুট থাকবে। দল সেখানে যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই সেখানে সেই প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ কাজ করবো।
পাইকগাছা পৌরসভা বিএনপি’র আহক্ষায়ক সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের সংশ্লিষ্ট সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম। 
পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহক্ষায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও মোহর আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব এস এম ইমদাদুল হক, জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ ও মলি­ক আবদুস সালাম প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম-আহক্ষায়ক তহিদুজ্জামান মুকুল, যুগ্ম-আহক্ষায়ক আবুল হোসেন, সদস্য এস এম এমদাদুল ইসলাম, শেখ শাহাদাত হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, এড. একরামুল হক ও সরদার ফারুক হোসেনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
সম্মেলনে ১নং ওয়ার্ডে সম্পাদক পদে মোঃ রুহুল আমিন সরদার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ আব্দুর রহমান জনি’র প্রাপ্ত ভোট (২২)। আর সকল প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন গাজী। 
২নং ওয়ার্ডে সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সেক্রেটারি রুবেল সরদার এবং সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম গাজী। 
৫নং ওয়ার্ডে সভাপতি শাহিবুদ্দীন আহম্মেদ, সেক্রেটারি মোশারফ হোসেন বাবলু এবং সাংগঠনিক সম্পাদক জিএম জাকির হোসেন। 
নির্বাচনের দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, প্রণব কান্তি মন্ডল, এড. একরামুল হক এবং প্রভাষক আবু সাঈদ।  

্রিন্ট

আরও সংবদ