খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

সভাপতি তরিকুল : সম্পাদক কাদের মিন্নু

সদর ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ১১ জুলাই ২০২৫


খুলনার সদর ডাকবাংলা দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে তরিকুল-মিন্নু’র পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় দেখা যায় বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের মিন্নু। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত মার্কেট প্রাঙ্গনে ভোট প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
এ নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ তরিকুল ইসলাম আনারস মার্কা নিয়ে ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এদিকে তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী গাজী তফসির আহমেদ ঘড়ি মার্কা নিয়ে পেয়েছেন ২৮ ভোট। নির্বাচনের ফলাফল শেষে বিপুল ভোটে জয়ী হয়ে উচ্ছ¡াসে মেতে ওঠে তরিকুল ইসলামের সমর্থকরা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাইকেল মার্কা নিয়ে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল কাদের মিন্নু। তার প্রতিদ্ব›দ্বী এস এম মহসিন উজ্জামান নান্নু মোরগ মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৩৮টি। 
এ নির্বাচনে মোঃ আনোয়ারুল হক লাভলু ও মোঃ শহিদুল­াহ প্রতিদ্ব›িদ্বতা করেন সহ-সভাপতি পদে। মই মার্কা নিয়ে সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোঃ শহিদুল­াহ। চেয়ার মার্কা নিয়ে মোঃ আনোয়ারুল হক লাভলু পেয়েছেন ৫১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আম মার্কা নিয়ে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মোস্তাক সেলিম পপলু এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী মোঃ নিসাত রায়হান হৃদয় মোবাইল মার্কা নিয়ে পেয়েছেন ৫৮ ভোট।
এদিকে ডাকবাংলা দোকান মালিক সমিতির নির্বাচন-২০২৫ সভাপতি পদে সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদের মিন্নুসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হওয়ায় খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ছেন। 

্রিন্ট

আরও সংবদ