খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: স্বেচ্ছাসেবক দলের কালু আজীবন বহিষ্কার

খবর প্রতিবেদন |
১০:৩৩ পি.এম | ১১ জুলাই ২০২৫


ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কালুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি কর্তৃক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

গত বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসম্মূখে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের কালুকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় তার প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ (শুক্রবার) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিবৃতিতে তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না বলে উল্লেখ করা হয়। এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একই ঘটনার জেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে বহিষ্কার করেছে যুবদল। তাদের বিরুদ্ধে সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ