খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

তালায় বিএনপি’র সদস্য নবায়ন অনুষ্ঠানে সাবেক এমপি হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ১২ জুলাই ২০২৫


তালায় উপজেলা বিএনপি’র সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি’র নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করতে পারলে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সর্বদা সচেষ্ট থাকবে এবং বিশ^ দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।
শুক্রবার বিকেলে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তালা উপজেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
সাতক্ষীরা-১ আসনের টিম প্রধান ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। 
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, মির্জা আতিয়ার রহমান, স ম ইয়াছিন উল­াহ, সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, এস এম লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদসহ ১২টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ