খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

শহিদদের স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

খবর প্রতিবেদন |
০২:০৬ এ.এম | ১২ জুলাই ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণ, শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা, গণআন্দোলনের ইতিহাস সংরক্ষণ, সংশ্লিষ্ট সকলের অবদানকে স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার লড়াইয়ের বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে এই মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে : ১৬ জুলাই : ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ সব শহিদদের স্মরণে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দুই বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেবেন।
১৬ জুলাই বুধবার: চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব জেলা ও মহানগরে শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১৭ জুলাই বৃহস্পতিবার: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই শুক্রবার: বাদ আসর সারাদেশের উপজেলা ও পৌর ইউনিটে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
 

্রিন্ট

আরও সংবদ