খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

কলারোয়ায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৩ এ.এম | ১২ জুলাই ২০২৫


সাতক্ষীরার কলারোয়ায় হাসান আলী (৫০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান আলী ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের ছেলে।
হাসান আলীর শ্বশুর কলারোয়ার আজহার আলী জানান, হাসান আলী আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার সকালে সে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানায় তার মরদেহ ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে পাওয়া গেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হাসান আলীর ইজিবাইকটি ভাড়া নিয়ে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। 
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

্রিন্ট

আরও সংবদ