খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: র‍্যাবের অভিযানে আরও ২ জন গ্রেফতার

খবর প্রতিবেদন |
০২:২৪ পি.এম | ১২ জুলাই ২০২৫


রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে জনসম্মুখে ভাঙারি ব্যবসায়ী মো. লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১১ জুলাই) ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২)।

শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। নিহতের বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং ছায়া তদন্ত চালায়। পরে শুক্রবার কেরানীগঞ্জ থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

হত্যার প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, মিটফোর্ডের ঘটনার মূল তদন্ত করছে ডিএমপি। আমরা তাদের সহযোগিতা করছি। এখনও ছায়া তদন্তে এমন কোনও পর্যায়ে পৌঁছাইনি, যাতে বিস্তারিত কিছু জানানো যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ হত্যার ঘটনায় র‍্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত এজহারনামীয় পাঁচ জনকে গ্ররফতার করা হয়েছে। গ্রেফতার বাকিরা হলো– মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২) ও টিটন গাজী।

্রিন্ট

আরও সংবদ