খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

বিপিএমপিএ খুলনা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ১৩ জুলাই ২০২৫


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার খুলনা ক্লাব লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। 
সেমিনারের প্রতিবাদ্য বিষয় ছিলো “Caesarean Scar Ectopic Pregnancies-A Novel Management at Private Settings in Bangladesh”। এই সায়েন্টিফিক পেপারটি উপস্থাপন করেন গাজী মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ ইসমাতারা বীনা।
সেমিনারের চেয়ারপারসন ছিলেন ঢাকার পপুলার মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক  ডাঃ শামছুন নাহার লাকী। অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ জান্নাতুল ফেরদাউস জেসমিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ খুলনা শাখার বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ কাজি হাফিজুর রহমান। সেমিনারে শুভেচ্ছা বক্তৃতা করেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান।  
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ আর কে নাথ, ডাঃ মোঃ বোরহান উদ্দিন আহমেদ, ডাঃ এম আর খান, ডাঃ গৌতম রায়, সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা কামাল, অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, ডাঃ এম এ হান্নান, ডাঃ এম বি জামান, ডাঃ মোঃ মাহমুদ হাসান লেনিন, ডাঃ কানিজ ফাহমিদা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ নাজদান লস্কর, ডাঃ অপু লরেন্স বিশ্বাস, ডাঃ শাহীন নওরোজী, ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডাঃ মনোজ কুমার বোস, ডাঃ মোল­া হারুন-অর-রশীদ, ডাঃ মোঃ নুরুল হক ফকির, ডাঃ মোরশেদ আহমেদ, অধ্যাপক ডাঃ মাসুদ ইমতিয়াজ, ডাঃ প্রদীপ দেবনাথ, ডাঃ আরিফা বেগম, ডাঃ মোঃ আশফাক আহমেদ ও ডাঃ মোঃ শহীদুল ইসলাম শামীম প্রমুখ।  
 

্রিন্ট

আরও সংবদ