খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক ৪০৩ জনই পশ্চিমবঙ্গের নাগরিক

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ১৩ জুলাই ২০২৫


ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করে রাজ্য পুলিশ। তবে আটক হওয়াদের মধ্যে ৪০৩ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে প্রমাণিত হওয়ায় তাদের মুক্তি দিয়েছে ওড়িশা সরকার। 
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন মতে, রাজ্যের ঝাড়সুগুদা জেলায় বাংলাভাষী শ্রমিকদের আবাসিক এলাকায় সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে সন্দেহভাজন ৪৪৪ বাংলাদেশি ও রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে বাংলাদেশি সন্দেহে প্যারাদ্বীপ থেকে আরও ৪ জনকে আটক করা হয়। তবে আটক হওয়াদের মধ্যে বেশির ভাগই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপরই ৪০৩ জনকে মুক্তি দেওয়া হলো। 
বিষয়টি নিশ্চিত করেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সমিরুল ইসলাম। তিনি জানান, ছাড়া পাওয়া পরিযায়ী শ্রমিকদের বেশির ভাগই বীরভূম, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। 
তৃণমূলের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্তে¡ও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নাম করে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেআইনি ভাবে আটক করে বিজেপি শাসিত ওড়িশা সরকার। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবি করেছিল।
অন্যদিকে সরকারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছিলেন।  
আটক শ্রমিকদের পরিবারগুলোর দাবি, তাদের কাছে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো সমস্ত প্রয়োজনীয় নথি ছিল। তবে ওড়িশা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছে বাসস্থান বা নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ কাগজপত্র ছিল না। 
তিনি আরও বলেন, পুলিশ কোনো স¤প্রদায় বা এলাকাকে টার্গেট করছে না, শুধুমাত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। পরে নিজেদের ‘ভুল’ বুঝতে পেরে তা শুধরে নিয়েছি আমরা। 
উলে­খ্য, পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে অনেক শ্রমিকরা ওড়িশায় যান কাজ করতে। তৃণমূলের অভিযোগ, সেই সব শ্রমিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে আটক করা হচ্ছে। 
সূত্র: হিন্দুস্তান টাইমস।

্রিন্ট

আরও সংবদ