খুলনা | সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কেনা যাবে অনলাইনে

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২৭ পি.এম | ১৩ জুলাই ২০২৫


মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে ১-০তে পিছিয়ে রয়েছে লিটন দাসরা। লঙ্কানদের সিরিজ শেষ হতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

সেই সিরিজ উপলক্ষ্যে টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং মধুমতি ব্যাংকের সহযোগিতায়।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে প্রতিটি ম্যাচের জন্য। তবে অনলাইনে বিক্রি না হওয়া টিকিট মাঠের বাইরে নির্ধারিত বুথে সরাসরি বিক্রি করা হবে।

এই সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা এবং সর্বোচ্চ ৩৫০০ টাকা। আগের সিরিজগুলোর তুলনায় এবার টিকিটের দাম কিছুটা বেশি। উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় টিকিট বিক্রি হয়েছিল।

টিকিটের মূল্য তালিকা :
ক্লাব হাউস (সাউথ- শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার টিয়ার): ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ- শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ- মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ- কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ- কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

্রিন্ট

আরও সংবদ