খুলনা | সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

কর্মস্থল থেকে উধাও : আরো ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

খবর প্রতিবেদন |
১০:৩১ পি.এম | ১৩ জুলাই ২০২৫


ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরো চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি৷ 
বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ রওশানুল হক সৈকত, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ গোলাম রুহানী এবং ডিএমপির (ট্রাফিক মিরপুর জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ। 
প্রজ্ঞাপন গুলোতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮ এর ২(খ) ও ২(চ) অনুযায়ী, তার এ অনুপস্থিতি ‘অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচিত হয়েছে। তাই অনুপস্থিতির দিন থেকেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এর আগে, একই কারণে আরো ১৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল।  রোববারের আদেশে বরখাস্ত হওয়া কর্মকর্তার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

্রিন্ট

আরও সংবদ