খুলনা | সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু, বাবা আহত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১৪ জুলাই ২০২৫


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ছারা খাতুন (৮) নামের এক শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বিকেল আনুমানিক ৩টার সময় এমন ঘটনা ঘটেছে। নিহত ছারা খাতুন উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম (নুপুর) আলীর মেয়ে। 
পরিবার সূত্রে জানা যায়, নিহত ছারা খাতুন নিজ বাড়ির টিনের বেড়ার খুঁটিতে হাত দেয় এবং বাবা সেটা বুঝতে পেরে মেয়েকে উদ্ধার করতে গেলে একই সাথে বাবা ও বিদ্যুৎস্পৃষ্টের কবলে পড়েন। তবে বাবা বেঁচে গেলেও মেয়ের হাসপাতালে নিয়ে আশা মাত্রই মৃত্যু হয়। পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির এই আকস্মিক দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছে এলাকাবাসী।  
হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ রাব্বিকুল ইসলাম জানান, পরিবারের লোকজন রোগীকে বিকেল ৫টা ৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে গেলে প্রতীয়মান হয় তিনি হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে। তবে বাচ্চার বাবা ভর্তি আছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন সুস্থ আছেন।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ