খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল

সকল ষড়যন্ত্র রুখে দিতে তৃণমূল থেকে আপনারা ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি গ্রহণ করুন

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ১৪ জুলাই ২০২৫


বটিয়াঘাটা উপজেলায় বিএনপি’র ভোট ব্যাংক খ্যাত সুরখালী ইউনিয়নে দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। রোববার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপি নির্বাচন মুখী জনবান্ধব গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের অতীত ঐতিহ্য আপামর জনসাধারণের স্বার্থে নিরলস ভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনসাধারণ নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু কিছু অদৃশ্য অশুভ শক্তি সেই ঐক্যে ফাটল ধরিয়ে দেশকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে তৃণমূল থেকে বিএনপি’র সকল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করার আহŸান জানান।  
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, জেলা সদস্য সুলতান মাহমুদ, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, নগরের সাবেক সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, সুরখালী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এনামুল শেখ, থানা বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, এলিস আলিম, সোনাডাঙ্গা থানা বিএনপি সদস্য শাহীন খান, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুল­াহ তারেকসহ সুরখালী ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  
 

্রিন্ট

আরও সংবদ