খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

এসএসসি পরীক্ষায় কেসিসি পরিচালিত তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ১৪ জুলাই ২০২৫


খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল (বাংলা ও ইংরেজী মাধ্যম), খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুল ও নয়াবাটী হাজী শরিয়তউল­াহ বিদ্যাপীঠ এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করেছে। 
কেসিসি প্রশাসক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ফিরোজ সরকার শতভাগ পাশের গৌরব অর্জন করায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান। 
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইসলামাবাদ কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় সর্বমোট ১শ’ ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৫৯ জন শিক্ষার্থী। খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল থেকে ৩টি বিভাগে সর্বমোট ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৬জন। নয়াবাটী হাজী শরিয়ত উল­াহ বিদ্যাপীঠ থেকে ৩টি বিভাগে ১শ’ ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ জন। উলে­খ্য, নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে ২০২০ সাল থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। 
এভাড়া কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৬.৫৮ শতাংশ। ৩টি বিভাগ থেকে সর্বমোট ৪শ’ ১১ জন শিক্ষার্থী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩শ’ ৯৫জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১’শ ৫৫জন। 

্রিন্ট

আরও সংবদ