খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

নড়াইলে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে পরীক্ষা দিয়ে অকৃতকার্য অন্য বিষয়ে

নড়াইল প্রতিনিধি |
০২:২৭ এ.এম | ১৪ জুলাই ২০২৫


নড়াইলের লোহাগড়া উপজেলায় চলতি বছর এসএসসি পরীক্ষায় এক বিষয়ে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন অন্য বিষয়ে। লোহাগড়া আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী মোঃ রোমান মোল­া ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘কৃষি শিক্ষায়’ অকৃতকার্য হয়েছেন। 
জানা গেছে ল²ীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় (ইলেকট্রিক্যাল) নবম শ্রেণিতে ভর্তি হন শিক্ষার্থী মোঃ রোমান মোল­া। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে অকৃতকার্য হন।  প্রাপ্ত ফলাফলে তিনি কৃষি শিক্ষায় এ গ্রেড পান। ২০২৪ সালে তিনি পুনরায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। যথারীতি কৃষি শিক্ষার ফলাফল ছিল অপরিবর্তিত। ২০২৫ সালে শিক্ষার্থী রোমান পুনরায় ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষা দেয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেওয়া এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে তিনি এবার এই বিষয়ে পাস করলেও কৃষি শিক্ষায় তাকে ফেল দেখিয়ে সামগ্রিক ফলাফলে তাকে পাস দেখিয়ে গ্রেড পয়েন্ট এভারেজ জিপিএ (৪.১৪) প্রকাশ করা হয়। 
এ বিষয়ে রোমান মোল­া জানান, আমি ২০২৫ সালে শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য ফরম পূরণ করি এবং শুধুমাত্র এই বিষয়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ফলাফলে আমি এই বিষয়ে (এ মাইনাস) পেয়েছি, কিন্তু কৃষি শিক্ষায় আমাকে ফেল দেখানো হয়েছে। 
এ বিষয়ে সংশ্লিষ্ট লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান জানান, শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমাধান করা হবে। এটির দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। কারণ কোন বিষয়ে পাস করার পর মার্কশিটে ফেল দেওয়ার কথা নয়।  

্রিন্ট

আরও সংবদ