খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যায় আরও একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০৩:১৪ পি.এম | ১৪ জুলাই ২০২৫


দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব মোল্লা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলাউদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। রোববার রাত সাড়ে ১২ টার দিকে তাকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেই ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

এর আগে শনিবার রাতে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মো: সজল নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ওই যুবক দু’দিনের রিমান্ডে দৌলতপুর থানায় রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাহবুব হত্যা মামলায় এ নিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আলাউদ্দিনের  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, রাতে মহেশ্বরপাশা এবং তেলীগাতি সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। সজলের স্বীকারোক্তি মোতাবেক তাকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের দিন সজল এবং আলাউদ্দিন একই স্থানে অবস্থান করছিল। তাদের কাজ ছিল খুনীদের তথ্য সরবরাহ করা। তাদের তথ্যের ভিত্তিতে খুনীরা যুবদলের সাবেক নেতা মাহবুব মোল্লাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। তাদের ছোড়া দু’টি গুলি মাহবুবের মাথা এবং মুখের ডান পাশে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত করার জন্য দু’পায়ের রগ কেটে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, দু’জনই হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগোচ্ছি। তবে অতি শীঘ্রই আমরা খুনীদের কাছে পৌঁছে যেতে পারব। হত্যাকান্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো আমরা যাচাই বাচাই করে দেখছি।

্রিন্ট

আরও সংবদ