খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

জাপা চেয়ারম্যান এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৫ জুলাই ২০২৫


সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মাদ এরশাদের ৬ষ্ঠ মৃতুবার্ষিকীতে খুলনা মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার নগরীর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় পতাকার সাথে দলীয় পতাকা অর্ধনমিত শোকের কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন এবং বেলা ১১টায় আলোচনা সভা এবং বাদ যোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে জাতীয় পার্টির ঊর্ধ্বতন সহ-সভাপতি এড. অচিন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল­াহ আল মামুন। দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টি নগর সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদী। অনুষ্ঠান পরিচালনা করেন নগর জাপার সহ-সভাপতি তৈমুর হোসেন শাহীন। বক্তৃতা করেন নগর সহ-সভাপতি মোঃ তোবারেক হোসেন তপু, শাহ মোঃ লায়েকুল­াহ, রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মোঃ এজাজ আহমেদ, মনির হোসেন, কাজী শহিদুল কাদির উৎসব, মোঃ রাসেল হোসেন, কাজী হাসানুর রশীদ রাসেল, মোস্তফা কামাল রিপন, অপূর্ব দত্ত নেকু, বাবুল হাসান রাজু, মাজহার জোয়ার্দার পান, শহিদ হাওলাদার, মোঃ জাহিদ হোসেন, শাহনাজ পারভীন, কামরুজ্জামান রজব, সেলিনা আক্তার ইরানী, শামিম আরা পারভীন, দেশ আহমেদ রাজু, নজরুল ইসলাম আজাদ, জি এম কাওসার আলী, মন্টু হাওলাদার, আলাউদ্দিন ফকির, মোঃ আলমগীর, দুলাল ব্যাপরি, মাসুদ পারভেজ, খাদিজা পারভীন, পান্না আক্তার, শামীম শেখ, হেলাল শেখ প্রমুখ।
জেলা জাতীয় পার্টি : পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ডাকবাংলাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যলায়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এইচ এম হাদীউজ্জামান ও মোঃ ফরহাদ আহমেদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, নাজমুল কবির সাদি, শাহ লায়েক উল­াহ, তৈমুর হোসেন শাহীন, মোঃ শাহজাহান আলী সাজু, ফরিদা ইয়াসমিন, শফিকুল ইসলাম বাচ্চু, মাজাহার জোয়াদ্দার পান, শিরিনা বেগম প্রমুখ।
জাতীয় যুব সংহতি : পার্টির এরশাদের মৃত্যুবাষিকী উপলক্ষে ডাকবাংলাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে বিকেল ৫টায় জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সৌমিত্র কুমার দত্ত, খান জাকির হোসেন, মোঃ বাবর আলী, মোঃ রেজাউল করিম, মোঃ লিটন, মোঃ বাদল, মোঃ মফিজ, আব্দুস সালাম, মোঃ মাসুম প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ