খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

যশোর আড়পাড়া পৈতৃক ঘের কেটে ৪ লক্ষ টাকার মাছ ক্ষতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৬ এ.এম | ১৫ জুলাই ২০২৫


যশোর সদরের আড়পাড়া মৌজায় পৈতৃক সম্পত্তির ওপর নির্মিত ঘেরে প্রায় ৪ লক্ষ টাকার মাছ ক্ষতির অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম (৭৯)। তিনি বাহাদুরপুর গ্রামের মৃত ডাক্তার মোহাম্মাদ ইসহাকের ছেলে।  
অভিযোগ করে তিনি বলেন,বিগত ২৫ বছর যাবত তিনি ওই জমিতে মাছ চাষ করে ভোগ দখলে রয়েছেন। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন এবং ব্যর্থ হয়ে এখন ঘেরে বিষ প্রয়োগ ও পাড় কেটে আর্থিক ক্ষতির পথ বেছে নিয়েছেন।
অভিযোগকারীর দাবি, ২০২৫ সালের ৮ জুলাই বিকেলে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার ঘেরের সকল পাটা ও দক্ষিণ পাশের পাড় কেটে ফেলে, যার ফলে বিলের সঙ্গে ঘেরের পানি মিশে যায় এবং ঘেরের সমস্ত মাছ বেরিয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে তিনি লিখিত অভিযোগ দেন সেনাবাহিনীর পুলেরহাট ক্যাম্প কমান্ডারের কাছে।
অভিযোগে নাম উলে­খ করা হয়েছে গোলাম মোস্তফা, রিফাত হোসেন, মোঃ মাহবুর হোসেন,ফারুক হোসেন, ইউনুচ আলী, মোঃ ইউসুফ আলী, বুলবুল হোসেন, সোহান হোসেন আব্দুল মালেকসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে। সকলেই যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন, “আমার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে অনুরোধ, যেন এই ধরনের ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।”
এদিকে অভিযুক্তদের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, জলাশয়ের দখল ও মৎস্য খাতের আধিপত্য নিয়ে এলাকায় নানা সময় উত্তেজনা তৈরি হয়। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেই মত সংশ্লিষ্টদের। 
 

্রিন্ট

আরও সংবদ