খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

যশোরে ঘুমের মধ্যে সাপের কামড়, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৭ এ.এম | ১৫ জুলাই ২০২৫


যশোরের চৌগাছায় বিপদী রানী ওরফে সুন্দরী (৬০) নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। সোমবার ভোরে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেওয়ার পর তাকে বাড়িতে ঝাড়-ফুঁক দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হয়।  মৃত সুন্দরী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাগপাড়ার বশি বাগের মেয়ে। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন। 
স্থানীয়রা জানান, সুন্দরী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। ঝাড়-ফুঁক শেষে তাকে বাড়িতে এনে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।
 

্রিন্ট

আরও সংবদ