খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য হয়নি : আলী রীয়াজ

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ১৫ জুলাই ২০২৫


নারী আসন এবং উচ্চকক্ষ নিয়ে আলোচনায় এক জায়গায় আসতে পারছে না রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় আগামী দিনেও এ দুই বিষয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের আলোচনা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।   
অধ্যাপক রীয়াজ বলেন, নারী আসন ও উচ্চকক্ষ গঠন বিষয়ে আজও আলোচনা হয়েছে। তবে পদ্ধতিগত জায়গায় এখনো আমরা এক জায়গায় আসতে পারিনি। গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বিকল্প প্রস্তাব আজ আনা হয় নারী আসনের বিষয়ে। যারা ২৫ আসনের বেশি আসনে ভোট করবে, তারা ন্যূনতম এক-তৃতীয়াংশ আসনে নারী মনোনয়ন দেবে। তবে এখানেও একমত হওয়া যায়নি আজ।
অন্যদিকে কী পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে, সেটা নিয়েও একমত হওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, কী প্রক্রিয়ায় মধ্য দিয়ে সেটা হবে, তা নিয়ে দু’টি মত আসছে। একটা হলো, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। আর কমিশনের প্রস্তাব হলো, ভোটের অনুপাতের ভিত্তিতে। এখানে অধিকাংশ দলের সমর্থন থাকলেও সবাই একমত হয়নি। এ দু’টি বিষয়ে আগামী দিনেও আলোচনা হবে বলে জানান কমিশনের সহ-সভাপতি।
অধ্যাপক রীয়াজ বলেন, আমরা এখনো চেষ্টা করছি। দলগুলোও চেষ্টা করছে। আশা আছে, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। 

্রিন্ট

আরও সংবদ