খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২

জিপিএ-৫ পেয়েছে ফারজানা খান ফাহিম

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১৫ জুলাই ২০২৫


ফারজানা খান ফাহিম এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন (রোল- ৬১৮১৭১, শাখা-বিজ্ঞান, রোর্ড-যশোর)। তার পিতা মোঃ ফারুক খান, মাতা-জামিলা খাতুন চায়না, সাং-৪৬/২, দোলখোলা লেন, খুলনা। 
 

্রিন্ট

আরও সংবদ