খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠানের দাবিতে স্মারকলিপি পেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ১৫ জুলাই ২০২৫


খুলনায় আগামী ক্রিকেট মৌসুমে, বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও বিপিএল খেলা অনুষ্ঠানের দাবিতে সোমবার বেলা ১১টায় অতিরিক্ত বিভিগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ্’র মাধ্যমে ক্রীড়া উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়।  
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উলে­খ করেন ২০০৪ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ২০ হাজার দরশর্কের ধারণ ক্ষমতা সম্পন্ন সপ্তম ভেন্যু হিসাবে উদ্বোধনের পর  ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে ৫টি টি-টোয়েন্ট ও ২ টি বিপি এল ম্যাচ অনুষ্ঠানের পর অদ্যাবদি আর কোনো খেলা অনুষ্ঠিত হয়নি।
এ বিষয়ে তীব্র ক্ষোভ জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, খুলনা দেশের তৃতীয় বৃহত্তম পুরোনো শহর, সপ্তম ভেন্যু হওয়া সত্তে¡ও খুলনাকে বরাবরের মত বঞ্চিত করে খেলার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে খুলনা ক্রিকেট প্রেমি দরর্শকদের হতাশ করা হয়েছে। ফেল নতুন নতুন খেলোয়াড় তৈরিতে খুলনার প্রতি চরম অবজ্ঞা করা হচ্ছে। নেতৃবৃন্দ দ্রুত খুলনা বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারির ফলস ছাদ, গ্যালারির ভাঙা চেয়ার, ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, মিডিয়া বক্স,সহ অবকাঠামোগত উন্নয়ন করে, দ্রুত আন্তর্জাতিক,ও বিপিএল ক্রিকেট খেলার উপযোগী পরিবেশ তৈরির দাবি জানান এবং আগামী মৌসুমে খুলনার মানুষ আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএল খেলা উপভোগ করতে পারে।  
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মঞ্জুরুল আলম, সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি, সিনিয়র সাংবাদিক ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি অধ্যাপক শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন খুলনার উপ-পরিচালক, মোঃ মোস্তাক উদ্দিন, জাতীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি আঃ রাজ্জাক রাজসহ ঝিনাইদাহ ও কুষ্টিয়ার প্রতিনিধি, এড. শেখ জাকিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, ডাঃ আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ খায়রুল আলম, লিটন মিত্র, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ কামরুল ইসলাম পল্টু, মোঃ রাসেল শেখ, তৈয়েবুল ইসলাম টিম, ফারহান সাদিক সেতু, জি এম অলিউল­াহ, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ