খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি |
১১:২০ পি.এম | ১৫ জুলাই ২০২৫


নড়াইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল ৪টার নড়াইল চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে পুরাতন বাসটার্মিনাল পযন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে পুরাতন বাসটার্মিনাল এলাকায় মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দল নড়াইলের আহবায়ক মুঞ্জরুল সাঈদ  বাবুর সভাপতিত্বে, সদস্য সচিব আরিফুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ কোরেশী আসাদ।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এস এম আব্দুল হক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম প্রমুখ।
এসময় বক্তারা সা¤প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

্রিন্ট

আরও সংবদ