খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

কালীগঞ্জে বিএনপি’র কার্যালয় পোড়ানোর পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ১৫ জুলাই ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র কার্যালয় পোড়ানোর পুরোনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকালে ওই কার্যালয়ে দেখা গেছে, ভবনটি নতুন করে সংস্কার করা হয়েছে। নেতা-কর্মীরা সেখানে ভিড় করেছেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা জানান, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয় পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় থানায় একটি মামলা করেছিলেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত বছরের একটা ভিডিও কে বা কারা ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা নিয়ে পুলিশ কাজ করছে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এটা নিয়ে গুজব ছড়াচ্ছে। এ নিয়ে দলের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ