খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলের দ্বিতীয় দিনে সামছুর রহমান একাডেমি জয়ী

ক্রীড়া প্রতিবেদক |
১২:১১ এ.এম | ১৬ জুলাই ২০২৫


রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল খেলার দ্বিতীয় দিনে সামছুর রহমান একাডেমি (৪-৩) গোলে জেআরবিএফসি দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৈহাটী স্পোর্টিং ক্লাব আয়োজিত ও সান স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় খেলা অনুষ্ঠিত হয়। 
নির্ধারিত সময়ের মধ্যে গোলশুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে সামছুর রহমান একাডেমি দলের খেলোয়াড় মিঠু’র (৯নং জার্সি) দুর্দান্ত গোলে জেআরবিএফসি দলকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। খেলা পরিচালনা করেন রেফারি শেখ তানভীর হোসেন, শেখ আলী আকবর, আবু বক্কর সিদ্দিক, চতুর্থ রেফারি ছিলেন জামাল মোল­া। খেলা উপভোগ করেন উপজেলা বিএনপি’র আহŸায়ক মোল­া সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, সিনিয়র যুগ্ম-আহŸায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহŸায়ক শেখ রয়েল আজম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ মুছা শেখ প্রমুখ। 
আজকের খেলা : রূপসার এনএনএসকে একতাসংঘ ও বয়রা তরুণ সংঘ মুখোমুখি হবে।  
 

্রিন্ট

আরও সংবদ