খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

বরিশাল সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১৬ জুলাই ২০২৫


বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার আজ ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ৩২ বছর আগে ১৬ জুলাই ১৯৯৩ খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে একটি সাধারণ সভার মাধ্যমে শুরু হয়েছিল সংগঠনটির পথচলা। 
চলমান প্রতিকূল আবহাওয়া বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সমিতির উদ্যোগে কেন্দ্রীয়, থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং শুধুমাত্র সমিতির মেজর ডোনার, ডোনার, সক্রিয় আজীবন সদস্যদের নিয়ে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ কাইফেং চাইনিজ রেস্তোরাঁর মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ খান এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন দুদক খুলনার উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। এছাড়াও কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ব্যবসায়ী নেতা রোটারিয়ান মাহবুব আলমকে আহবায়ক এবং মোঃ কামরুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিও গঠিত হয়েছে বিগত মাসিক সভায়। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন সমিতির মেজর ডোনার মেম্বার এম এ সালাম এবং প্রধান তত্ত¡াবধানকারী হিসেবে রয়েছেন সিনিয়র যুগ্ম-সম্পাদক রোটারিয়ান আলতাফ হোসেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ও প্রধান উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল মালেক এবং সার্বিক পরিচালনায় থাকবেন সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
 

্রিন্ট

আরও সংবদ