খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : ফিরোজ সরকার

নড়াইল প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ১৬ জুলাই ২০২৫


নড়াইলে বিভিন্ন আয়োজনে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকালে এই উপলক্ষে নড়াইল সদর উপজেলা পরিষদের নব নির্মিত মিলনায়তনে নড়াইলে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)  মোঃ ফিরোজ সরকার। 
এ সময় নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, এনসিপির জেলা সভাপতি শরীফ মনির হোসেন, নড়াইল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহŸায়ক আব্দুর রহমান মেহেদী প্রমুখ বক্তব্য প্রদান করেন । 
এ সময় বক্তারা করোনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন।
সভায় জানানো হয় নড়াইলে এ বছর এখনো কোন করোনা রোগী সনাক্ত হয়নি, এবছর জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ৯১জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। 
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। জনসচেতনতা তৈরি করতে বিভিন্ন বিদ্যালয়ের সামনে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন,  জনবহুল স্থানের লিফলেট বিতরণ, মসজিদ মন্দিরে জন সচেতনতামূলক প্রচারণা, ঘরবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতাবজায় রাখাসহ বিভিন্ন সতর্কতা  মেনে চলতে হবে। তাহলে নিজে পরিবারের সদস্য ও  অন্যরা ডেঙ্গু ও করোনা মুক্ত থাকতে পারবে। এ সময় বিভিন্ন  সরকারি দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি নবনির্মিত নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তন উদ্বোধন এবং একটি গাছের চারা রোপন করেন।
 

্রিন্ট

আরও সংবদ