খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ১৬ জুলাই ২০২৫


সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কালে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নানা শ্লোগানে রাজপথ মুখর করে তোলেন। তাদের শ্লোগান ছিল, ‘দিলি­ গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, সবার আগে বাংলাদেশ। 
বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন, বেল­াল হোসেন, সোনাডাঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাইফুল মলি­ক, মনঞ্জুর শাহিন রুবেল, রতন, আলাউদ্দিন তালুকদারসহ ৩১টি ওয়ার্ড এবং ৩টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ