খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে জরিমানা

নড়াইল প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ১৬ জুলাই ২০২৫


নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক বেকারি কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম হাতির বাগান এলাকায় অবস্থিত মদিনা ফুড বেকারি  এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলে সহকারি পরিচালক শামীম হাসান। এ সময় ক্যাব নড়াইলের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান,  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইলের অফিস সহকারী বিউটি বেগম,  ক্যাব নড়াইলে সদস্য মুন্সী আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
অভিযান সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইলে সহকারী পরিচালক শামীম হাসান জানান,  মদিনা ফুড বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল ২০২০ সাল থেকে বেকারির ব্যবসা পরিচালনা করে আসছেন। বিএসটিআই  এর অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন  এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৭ ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সঠিক নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়। এই ধরনের অভিযান ভবিষ্যৎ ও চলমান থাকবে বলে জানা গেছে। এর মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি পাবে। 

্রিন্ট

আরও সংবদ