খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

সুন্দরবনে বিশেষ অভিযানে ৫ নৌকাসহ অবৈধ কাঁকড়া জব্দ

কয়রা প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ১৬ জুলাই ২০২৫


সুন্দরবন নলিয়ান স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে ৫টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ সকল নৌকা হতে ২১০ কেজি অবৈধ কাঁকড়াসহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। 
জানা গেছে গত সোমবার দিনব্যাপী স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকাসহ কাঁকড়া জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে। 
অপর দিকে একই দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জাবা নদীর মুড়ালীখাল এলাকা হতে ২ টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় নৌকা হতে কাঁকড়া ধরার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ