খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

ব্যস্ত থাকাই সব নয়, ব্যস্ততার ফাঁদ থেকে বেরিয়ে আসুন

এলিন মাহবুব |
০১:৩২ এ.এম | ১৬ জুলাই ২০২৫


আমরা অনেকেই প্রতিদিন বলি, “খুব ব্যস্ত আছি।” যেন এটি গর্ব করার মতো কথা। চারপাশে এমন এক ধারা তৈরি হয়েছে, যেখানে কেউ যত বেশি ব্যস্ত, তাকে তত বেশি সফল মনে করা হয়। কিন্তু প্রশ্ন হলো- এই ব্যস্ততা কি সত্যি আমাদের উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে?
ব্যস্ততা মানেই কি ফলপ্রসূ কাজ? : অনেক সময় আমরা দিনের পর দিন পরিশ্রম করি, এক কাজ শেষ না হতেই আরেকটি শুরু করি, অথচ দিনের শেষে মনে হয়-কিছুই ঠিকমতো শেষ হলো না। শুধু কাজ করে গেলে সেটা জীবন নয়, বরং জীবন এক দিকহীন দৌড়ের মতো হয়ে যায়।
ফলপ্রসূ কাজের সঙ্গে ব্যস্ততার পার্থক্য কোথায়? ; ব্যস্ত থাকা মানে শুধু সময় পার করে দেওয়া। আর ফলপ্রসূ কাজ মানে, সময়কে কাজে লাগিয়ে কিছু গঠনমূলক অর্জন করা।
একজন মানুষ সারাদিন বহু কাজ করেও যদি তার জীবনের মূল লক্ষ্য থেকে দূরে থাকে, তবে সে ফলপ্রসূ নয়- কেবলই ক্লান্ত।
কীভাবে বুঝবেন আপনি ব্যস্ততার ফাঁদে পড়ে গেছেন? : ১. প্রতিদিন কাজ করছেন, কিন্তু তৃপ্তি আসছে না। নিজেকে সবসময় ক্লান্ত মনে হয়।
২. সময়ের অভাব অনুভব করেন, কিন্তু কিছুতেই কাজ শেষ হয় না।
৩. দিনের শেষে মনে হয়- “আজও কিছু ঠিকঠাক হলো না”
সমাধান কী? নিজের আসল উদ্দেশ্যকে চিনে নেওয়া : আমাদের প্রত্যেকের জীবনে কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে। সেই লক্ষ্যগুলো যদি চোখের সামনে না থাকে, তবে যত কাজই করি না কেন, তা আমাদের কোথাও নিয়ে যাবে না। তাই দরকার-
১। নিজের জীবনের আসল উদ্দেশ্য বোঝা। ২। কোন কাজ আপনাকে সে পথে এগিয়ে নিচ্ছে, তা বুঝে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখা।
৩। কম কাজ করা নয়, বরং সঠিক কাজ করাই মূল কথা।
কিছু সহজ পদক্ষেপ: ১..প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন- কিন্তু শুধু নয়, সেই তালিকায় অগ্রাধিকার দিন। 
২. যেসব কাজে মনোযোগ দিতে পারেন না, তা কমিয়ে আনুন সময়মতো বিশ্রাম নিন, নিজের জন্য সময় রাখুন। সপ্তাহে অন্তত একদিন নিজের কাজের দিকে ফিরে তাকান- বুঝে নিন, আপনি কোথায় আছেন।
সময়ের পিছনে ছুটে গেলে সময় ফুরিয়ে যাবে। বরং সময়কে নিজের নিয়ন্ত্রণে এনে, নিজের আসল লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে তবেই জীবন ফলপ্রসূ হবে। ব্যস্ততা নয়, প্রয়োজন বোধগম্য কাজ- সেটাই জীবনের প্রকৃত গতি।

্রিন্ট

আরও সংবদ

অন্যান্য

প্রায় ২৩ দিন আগে