খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে মন্টু

তারেক রহমানের নির্দেশনায় ভোটের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা হচ্ছে

পাইকগাছা প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ১৬ জুলাই ২০২৫


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে নির্বাচনী উৎসব করতে দেয়নি, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না, সংবাদ পত্র বন্ধ করে দিয়ে লুটপাট, হত্যা, খুন এবং গুমের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে দেশের মানুষ আশা করেছিল দ্রুত সময়ের মধ্যে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু কিছু গুপ্ত দল অস্থিরতা তৈরি করে নির্বাচনকে ভিন্ন দিকে নিতে চায়। 
মনিরুজ্জামান মন্টু আরো বলেন, এরা দেশকে অশান্ত করে ১/১১’র মতো পরিস্থিতি তৈরি করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চাই। স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা সবার জানা আছে উলে­খ করে জেলা বিএনপি নেতা মন্টু বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তাদের ও আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণতি হবে। 
ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে উলে­খ করে তিনি আরো বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এজন্য তারেক রহমানের নির্দেশনায় ভোটের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা হচ্ছে। 
তিনি বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে ক্ষমতাসীন করবে। এজন্য তিনি ঐকবদ্ধ থেকে ভালো কাজ করে জনগণের মন জয় করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান। 
তিনি মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পৌরসভা বিএনপি’র আহবায়ক সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম। 
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা এম এ হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক। 
পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এস এম মোহর আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ তৌহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, হারুন অর রশীদ, এড. সাইফুদ্দিন সুমন, সাবেক কাউন্সিলর ইমরান সরদার, জি এম রুস্তম, আনারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
সম্মেলনে পৌরসভার ৬টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সম্পাদক ও সাংগঠনিকসহ ৩টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু ওয়ার্ড এবং কিছু পদের বিপরীতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় সেসকল প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। বাকিরা প্রকাশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। সম্মেলনে বিজয়ীরা হলেন ৩নং ওয়ার্ডে সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী। ৪নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল। ৬নং ওয়ার্ডের সভাপতি সরদার সুবেহ সাদিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৭নং ওয়ার্ডের সভাপতি জিএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল­া, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম। ৮নং ওয়ার্ডের সভাপতি কাইয়ুম সরদার, সাধারণ সম্পাদক আল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। ৯নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রাজু গাজী। নির্বাচনী দায়িত্বে ছিলেন জি এম মিজানুর রহমান, এড. একরামুল হক বিশ্বাস, প্রণব কান্তি মন্ডল ও অধ্যাপক আবু সাঈদ।

্রিন্ট

আরও সংবদ