খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

চিতলমারীতে সহাস্রাধিক মাছের ঘের বাঁচাতে সেচ্ছাশ্রমে খালে বাঁধ

চিতলমারী প্রতিনিধি |
০২:৫১ পি.এম | ১৬ জুলাই ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে জোয়ারের পানি ও অতিবৃষ্টির কবল থেকে সহা¯্রাধিক চিংড়ি ও সাদা মাছের ঘের বাঁচাতে পাটরপাড়া-পাঁচপাড়া ভারানির খালের দুই স্থানে সেচ্ছাশ্রমে বাঁধ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস এলাকাবাসিদের সাথে নিয়ে বালুর বস্তা ও মাটি দিয়ে এ বাঁধ দেন। একটি খালে বাঁধের ফলে ৫ টি খাল দিয়ে পাটরপাড়া, সাবোখালী, দানোখালী, চৌদ্দহাজারী, সুড়িগাতি, রায়গ্রাম, খিলিগাতী, শ্রীরামপুর, কালশিরা ও বারাশিয়া বিলের এক হাজারের বেশী চিংড়ি ও সাদা মাছের ঘের পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবোখালী গ্রামের মৎস্য চাষী স্বপন অধিকারী ও পল্লী চিকিৎসক সাধন অধিকারী বলেন, ‘গত কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে অনেক মাছের ঘেরের ক্ষতি হয়েছে। এই ভারানির খালে এই মুহুর্তে বাঁধ দেওয়ায় আমাদের বিলের এক হাজারের বেশী চিংড়ি ও সাদা মাছের ঘের বাঁচবে। এ বাঁধে আমাদের বিশাল উপকার হয়েছে।’

চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস জানান, গত কয়েক দিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে উপজেলার নি¤œাঞ্চলের অনেক মাছের ঘেরের ক্ষতি হয়েছে। তাই এলাকামার মানুষ ও মৎস্য চাষিদের সাথে নিয়ে অন্তত এই বিলের এক হাজার ঘের বাঁচাতে পাটরপাড়া-পাঁচপাড়া ভারানির খালের দুই স্থানে সেচ্ছাশ্রমে বাঁধ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে চিতলমারী মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে এ ধরণের কাজ প্রশংসার দাবীদার। অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ মাছের ঘের ও পুকুরের তালিকা করতে আমাদের লোক মাঠ পর্যায়ে কাজ করছে।’ 
 

্রিন্ট

আরও সংবদ