খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

যশোরে বিদেশী পিস্তলসহ যুবলীগ নেতা ও তার ৩ সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫২ এ.এম | ১৭ জুলাই ২০২৫


যশোরে বিদেশী পিস্তল গুলিসহ মেহেদী হাসান হৃদয় খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার ৩ সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। অপর আটককৃতরা হলো, ড্রাইভার পাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল­াল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা ও কলাগাছি গ্রামের মিন্টু।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জরুল হক ভূঁইয়া জানান, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান হৃদয় খান একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে মুরগীর খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী আরো ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা নওয়াপাড়া পৌর কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যাকান্ডে সন্দেহভাজন।

 

্রিন্ট

আরও সংবদ