খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ১৭ জুলাই ২০২৫


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে জুলাই বিপ্লবীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। এ ঘটনায় গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় এএসপি মোশফেকুর রহমান প্রত্যাহার করা হয়।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির নেতাকর্মীরা দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এর আগে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখেন— “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।”

এক বছর আগের একটি ঘটনা উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির বলেন, এই পুলিশ কর্মকর্তা আমাদের আন্দোলনের সময় গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন। তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আবার আমাদের নেতাকর্মীদের নিয়ে ট্রল করেছেন। আমরা মনে করি, তিনি ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে বারবার আন্দোলন দমন করছেন।

তিনি আরও বলেন, শুধু প্রত্যাহারই যথেষ্ট নয়। তার বিরুদ্ধে মামলা নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা লাগাতার আন্দোলনে যাব।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সকে বিষয়টি জানানোর পর তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সকালে (বৃহস্পতিবার) গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ